ঈশ্বরগঞ্জে ট্রেনে কাটা পরে ও পানিতে ডুবে দু’জনের মৃত্যু
এইচ. এম জোবায়ের হোসাইন (ময়মনসিংহ) :
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরসভায় পানিতে ডুবে এক শিশু ও ট্রেনে কাটা পরে এক বৃদ্ধসহ দু’জনের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে পৌরসভার শিরাইল গ্রামের মানিক মিয়ার পুত্র রুবায়েদ (৩) নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে মারা যায়। পরিবারের লোকজন জানান, খেলতে গিয়ে সবার অজান্তে পুকুরে পড়ে যায় রুবায়েদ। পরে অনকে খোজাখুজির পর পুকুর থেকে শিশুটির লাশ উদ্বার করা হয়।
অপরদিকে, ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী রেল ক্রসিংয়ে ভৈরব থেকে ময়মনসিংহগামী মালবাহী স্পেশাল ট্রেনে কাটা পরে ঘটনাস্থলেই মারাযান বগাপুতা গ্রামের সোনা মিয়া (৭৫)। স্থানীয়রা জানান, সোনা মিয়া রেললাইন ধরে হাঁটছিলেন। এ সময় পাথর বোঝাই একটি স্পেশাল ট্রেন বারবার হুইসেল দিলেও সে শুনতে না পারায় ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান।
খবর পেয়ে কিশোরগঞ্জ জিআরপি পুলিশ ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে। কোন অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জিআরপি থানার উপ-পরিদর্শক মোহাম্মদ ইউনুস জানান।