করোনা মহামারি নিয়ে এআইইউবিতে আন্তর্জাতিক ভার্চুয়াল প্রোগ্রামে অভিজ্ঞতা বিনিময়
‘অবস্থা, বিশ্বাস ও অবস্থানের ভিন্নতা থাকলেও আমরা একসাথে’—এ বিষয়টি সামনে রেখে শেষ হয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) আয়োজিত করোনা মহামারি নিয়ে একটি আন্তর্জাতিক ভার্চুয়াল প্রোগ্রাম।
এতে বিশ্বব্যাপী মহামারির সময়ে আমাদের জীবনে ঘটে যাওয়া নানা অভিজ্ঞতার বিনিময় করছেন ১০টি দেশের ১৯ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গত শুক্রবার ২ জুলাই ২০২১ইং তারিখ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্স (ওএসএ) আয়োজিত ‘স্টোরিজ অব প্যানডেমিক-রিনোসেন্স বিয়োন্ড দ্য হরাইজেন’ শীর্ষক আন্তর্জাতিক ভার্চুয়াল প্রোগ্রামে তারা এসব অভিজ্ঞতা বিনিময় করেন।
এ ভার্চুয়াল প্রোগ্রামের উদ্বোধন করেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের উপাচার্য ড. কারমেন জেড লামাগনা।