মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড ও ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি সই
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) ও ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মধ্যে সম্প্রতি এমটিবির প্রধান কার্যালয়ে ঢাকায় ক্যাশ ম্যানেজমেন্ট সেবার জন্য একটি চুক্তি সই হয়েছে।
ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী (সিইও) মোহাম্মদ গিয়াসউদ্দিন এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিডেটের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী (সিইও) সৈয়দ মাহবুবুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে সই করেন।
এ চুক্তি সই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. আলাউদ্দিন মিয়া, জেনারেল ম্যানেজার (আইটি) মো. শহীদুল আলম, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) মো. আনোয়ার হোসেন ভূঁইয়া এবং এমটিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও চিফ বিজনেস অফিসার (সিবিও) সৈয়দ রফিকুল হক, হেড অব ট্রানজেকশন (ব্যাংকিং ডিভিশন) মো. বখতিয়ার হোসেন, হেড অব ক্যাশ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট মো. আশিক ইকবাল খান ও হেড অব কমিউনিকেশন্স ডিপার্টমেন্ট আজম খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।