নলছিটিতে পর্নগ্রাফি মামলায় যুবক গ্রেফতার
মোঃ রাজু খান (ঝালকাঠি ) : ঝালকাঠির নলছিটিতে নগ্ন ছবি তুলে টাকা দাবি করার অভিযোগে ফয়সাল আহমেদ (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে নলছিটি থানা পুলিশ।
গতকাল সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে তাকে গ্রেফতার করা হয়। ফয়সাল উপজেলার মোল্লারহাট ইউনিয়নের কামদেবপুর গ্রামের ফজলু হাওলাদারের ছেলে।
নলছিটি থানার উপ -পুলিশ পরিদর্শক মফিজুর রহমান জানান, ফয়সাল আহমেদ এক মেয়ের নগ্ন ছবি ধারণ করে ওই মেয়ের পরিবারের লোকজনের কাছে টাকা দাবি করতেন। টাকা না দিলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিতেন । ভুক্তভুগী নিজেই ফয়সালের বিরুদ্ধে নলছিটি থানায় পর্নগ্রাফি আইনে মামলা দায়ের করেন। পরে নলছিটি থানার পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে।
নলছিটি থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহমুদ হাসান প্রিন্স জানান, মেয়েটির অভিযোগের ভিত্তিতে পর্নগ্রাফি আইনে থানায় মামলা হয়েছে। আমরা তাকে গ্রেফতার করেছি। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।