করোনা ভাইরাস বিস্তাররোধে ফুলবাড়িয়া পৌরসভার স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ
মো: আব্দুস ছাত্তার (ফুলবাড়িয়া) : শনিবার (৩জুলাই) বিকালে ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌরসভার উদ্যোগে করোনা ভাইরাস কোভিড-১৯ বিস্তার রোধকল্পে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হিসাবে মাস্ক, সাবান, হ্যান্ডসেনিটাইজার বিতরণ করা হয়। পৌর এলাকার বিভিন্ন মসজিদ, এতিমখানা, পথচারী ও দোকানদানদের মধ্যে সুরক্ষা সামগ্রী বিতরণ করেন পৌর মেয়র মোঃ গোলাম কিবরিয়া। এসময় পৌর সভার কাউন্সিলর ও পৌর কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বিতরণকালে ভাইরাস রোধকল্পে বিভিন্ন কার্যাবলি ও চলাচলের উপর সরকারী বিধি-নিষেধ সংক্রান্ত বিষয়ে দোকানদার ও সাধারণ জনগনকে পরামর্শ প্রদান করেন।