ময়মনসিংহে লকডাউনের ৩য় দিনেও কঠোর অবস্থানে পুলিশ প্রশাসন
এইচ. এম জোবায়ের হোসাইন (ময়মনসিংহ) :
লক ডাউডের ৩য় দিনে ময়মনসিংহে কঠোর অবস্থানে কাজ করছে জেলা পুলিশ। বিনা কারণে ও মাস্কবিহীন ঘর হতে বের হলেই বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। গুনতে হচ্ছে জরিমানা। জরিমানা আর প্রশাসনের আতঙ্ক ঘরমুখো হচ্ছে সাধারণ মানুষ। চলছে নিয়মিত টহল। তারই অংশ হিসাবে তৃতীয় দিন শনিবার মহানগরের চরপাড়া মোড়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান এর নেতৃত্বে মাঠে নেমেছে পুলিশ।
লকডাউনের তৃতীয় দিন সকাল ১১টায় পুলিশ সুপার মাঠে নেমে জন সচেতনতার লক্ষ্যে মানুষকে অকারণে ঘর থেকে বের না হওয়ার জন্য আহ্বান জানান। প্রচার কালে তিনি বলেন, সরকারের নির্দেশনা মেনে চলুন, নিজে ভালো থাকুন, অন্যকে ভালো থাকতে সহায়তা করুন। তিনি আরও বলেন জীবন বাঁচলে সুস্থ থাকলে চলাচলের সুযোগ পাবেন। বিশ্ব মহামারি কোভিট-১৯ মোকাবেলা করতে হবে, আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে হবে। প্রয়োজন ও জরুরী কাজ ছাড়া কেউ অযথা বাহিরে ঘুরাফেরা করবেন না। প্রয়োজনে বের হলেও মাস্ক পরিহিত অবস্থায় বের হবেন।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম,অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, জেলা ট্রাফিক ইনস্পেক্টর, কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।