শিরোনাম

South east bank ad

পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে নরসিংদী জেলা পুলিশ: ধরা পড়ছে সাজাপ্রাপ্ত আসামি ও মাদককারবারিরা

 প্রকাশ: ০৩ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

নরসিংদী জেলা পুলিশের ধারাবাহিক অভিযানে ধরা পড়ছে সাজাপ্রাপ্ত আসামি ও মাদক কারবারিরা। এ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার পাশাপাশি সাজাপ্রাপ্ত আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, অবৈধ অস্ত্রধারী, মাদক কারবারিদের আইনের আওতায় নিয়ে আসতে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে নরসিংদী জেলা পুলিশ।
এছাড়া প্রতিটি থানা, ফাঁড়ি, তদন্ত কেন্দ্র, গোয়েন্দা শাখাসহ জেলা পুলিশের প্রতিটি ইউনিট সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। শুধু তাই নয় অপরাধীদের সর্বোচ্চ সাজা নিশ্চিতেও তদন্ত সংশ্লিষ্ট কার্যক্রমকে গুরুত্ব দিয়ে বিবেচনা ও ফলপ্রসূ করা হয়।
জেলা পুলিশের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে গত দুই দিনে ধরা পড়েছে দীর্ঘদিনের সাজাপ্রাপ্ত আসামিরা।
গতকাল শুক্রবার ২ জুলাই ২০২১ইং তারিখ থানার এএসআই মো. ওমর ফারুক সঙ্গীয় ফোর্সসহ মনোহরদী থানার মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-০৩) -এর ৯(৪)(খ) ধারা সংক্রান্তে ১০ বছরের সশ্রম কারাদণ্ড সাজাপ্রাপ্ত আসামি মো. টিটু মিয়া, পিতা : হারু মিয়া, গ্রাম : চর আহম্মদপুর, থানা : মনোহরদী, জেলা : নরসিংদীকে আটক করা হয়। কৌশল অবলম্বন করে বিশেষ কায়দায় আসামিকে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানা এলাকার পশ্চিম চারিয়া পাড়া থেকে আটক করা হয়।
অন্যদিকে শিবপুর মডেল থানা পুলিশ গত বৃহস্পতিবার ১ জুলাই ২০২১ইং তারিখ এএসআই মো. দীন ইসলাম সঙ্গীয় ফোর্সসহ শিবপুর মডেল থানার মামলায় দণ্ডবিধি ধারা ৩৯২ -এর ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. হাবিব উল্লাহ, পিতা : ফজলু মিয়া, গ্রাম : ইটনা, থানা : শিবপুর, জেলা : নরসিংদীকে তার বসত বাড়ী থেকে আটক করা হয়।
নরসিংদীতে মাদক কারবারি ও মাদকের ক্ষেত্রে রয়েছে জেলা পুলিশের জিরো টলারেন্স। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশ প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে আসছে। গত সোমবার ২৮ জুন জেলা গোয়েন্দা শাখা, নরসিংদীর এসআই মোহাম্মদ আমিনুল ইসলাম সঙ্গীয় এএসআই মো. এনায়েত হোসেন ও অন্যান্য ফোর্সসহ গোপন খবরের ভিত্তিতে বিকেল সাড়ে ৫টার সময় নরসিংদী সদর মডেল থানার কাউরিয়াপাড়া গ্রামের লঞ্চ টার্মিনালের সামনে পাকা রাস্তা থেকে ২০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে আটক করে।
উদ্ধার করা মাদকদ্রব্যের মূল্য অনুমানিক ৩ লাখ টাকা। আটক করা মাদক কারবারিরা হলেন সঞ্জু মিয়া (২৪), পিতা : মো. আলফাজ, গ্রাম : পায়েশকা, থানা : কটিয়াদী, জেলা : কিশোরগঞ্জ, মো. সজিব শেখ (৩২), পিতা : মোরশেদ শেখ, গ্রাম : কুরুয়া, থানা : শ্রীবরদী, জেলা : শেরপুর ও তাসলিমা (২৭), পিতা : তাহের আলী, গ্রাম : কুরুয়া, থানা : শ্রীবরদী, জেলা : শেরপুর।
নরসিংদীতে জনগণের জানমালের নিরাপত্তা বিধানে কার্যকরী ব্যবস্থা নেওয়া ও অপরাধীদের আইনের আওতায় আনতে জেলা পুলিশের এই চেষ্টা সবসময় অব্যাহত থাকবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: