রাজবাড়ীতে করোনায় আওয়ামী লীগ নেতার মৃত্যু
খন্দকার রবিউল ইসলাম ( রাজবাড়ী) : রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১ করোনায় আক্রান্ত হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।
শনিবার(০৩ জুন) দুপুর ১২ টায় সিভিল সার্জন কার্যালয়ের ফেসবুক পেইজ এ তথ্য জানানো হয় এনিয়ে রাজবাড়ীতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৪২ জন।
করোনা শনাক্ত হয়ে মারা যাওয়া ব্যাক্তির নাম নূর উদ্দিন মিয়া (৭০)।তিনি একই উপজেলার নারায়ণপুর গ্রামের বাসিন্দা। তিনি জেলা আওয়ামিলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন।
শনিবার সাকালে তিনি মারা যায়। তিনি করোনা উপসর্গ ছাড়াও উচ্চ রক্তচাপ ও হৃদরোগ সহ নানা জটিলতায় ভুগছিলেন বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটন।
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিট সুত্রে জানা যায়, নূর উদ্দিন করোনা উপসর্গ নিয়ে গত ১ জুলাই পংশা হাসপাতালে আসে। পরে আরটিপিসিআর ল্যাব টেস্টে তার করোনা পজিটিভ আাসলে তাকে করোনা ইউনিটে স্থানান্তর করা হয়। তিনি করোনা উপসর্গ ছাড়াও উচ্চ রক্তচাপ ও হৃদরোগে ভুগছিলেন। আজ সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
জেল সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটন বলেন, নতুন করে পাংশাতে ১ জনের মৃত্যু হয়েছে। পার্শবর্তী জেলার ন্যায় রাজবাড়ীতেও আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর সংখ্যা বাড়ছে।
তিনি আরও বলেন, জনসাধারণের মধ্যে অসচেতনতার কারণেই করোনা সংক্রমনের হার বৃদ্ধি পাচ্ছে।