সরকারি নির্দেশনা অমান্য করায় কাশিয়ানীতে ১০ জনকে জরিমানা
প্রসীদ কুমার দাস(কাশিয়ানী, গোপালগঞ্জ):- করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় সরকারি নির্দেশনা অমান্য করায় দশজনকে ৪ হাজার ৬শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল শুক্রবার বিকালে (২ জুলাই) উপজেলার বিভিন্ন হাট-বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রথীন্দ্র নাথ রায় এ অভিযান পরিচালনা করেন।
এ সময় কাশিয়ানী পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট বলেন, চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারি নির্দেশনা অমান্য করায় ১০ জনকে ৪৬০০ জরিমাণা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।