শিরোনাম

South east bank ad

মুকসুদপুরে সর্বত্র চলছে কঠোর লকডাউন

 প্রকাশ: ০২ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মেহের মামুন (গোপালগঞ্জ) :

লকডাউনের দ্বিতীয় দিনে (২ জুলাই) গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় সর্বত্র চলছে কঠোর লকডাউন। উপজেলার বিভিন্ন হাট-বাজারে কঠোর লকডাউনের বিধিনিষেধ নিশ্চিত করতে প্রাকৃতিক দুযোর্গের মধ্যেও মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদের নের্তৃত্বে চলছে প্রশাসনের অভিযান। এসময় বিধি নিষেধ অমান্যকারী কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করেন এবং ক্ষুদ্র দরিদ্র ব্যবসায়ীদের মাঝে ত্রাণ বিতরন করেছেন ।
এসময়ে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার ভুমি আসমত হোসেন ভুইয়া, গোপালগঞ্জের নির্বাহী ম্যাজিষ্ট্রট ও ভুমি অধিগ্রহন অফিসার মোহাম্মদ ইউসুফ, সেনা বাহিনীর ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আজমসহ সংগীয় সেনাসদস্য ও আনসার সদস্য।
অপরদিকে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আবু বকর মিয়ার নের্তৃত্বে মুকসুদপুর উপজেলার ২১ হাটবাজারে ১৯টি বিট অফিসের নের্তৃত্বে পুলিশ, কমিনিউটি পুলিশ এবং গ্রাম পুলিশের সমন্বয়ে কঠোর লকডাউনের বিধিনিষেধ নিশ্চিত করতে প্রচারভিযান করেন।
কঠোরভাবে লকডাউন পালন করার জন্য সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিভিন্ন বাজারে কাঁচা বাজার ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান খোলা রাখার জন্য স্থানীয় প্রশাসনের তরফ থেকে সময় সীমা নিধারন করে দেয়া হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: