সামাজিক দূরত্ব বজায় রাখতে "আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশন" এর অভিনব উদ্যোগ
এম.এম.জাহিদ হাসান হৃদয় (আনোয়ারা,চট্টগ্রাম):
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে পহেলা জুলাই থেকে শুরু হওয়া এক সপ্তাহের জন্য সারা দেশে সরকার ঘোষিত কঠোর লকডাউনে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রয়োজনীয় কেনাকাটা করতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার অন্যতম সমাজিক সংগঠন "আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশন" এর উদ্যোগে গোলবৃত্ত অঙ্কন করা হয়েছে।
শুক্রবার (২ জুলাই ) সকালে উপজেলার প্রাণকেন্দ্র চাতরী চৌমুহনী বাজারে বেশকিছু ফার্মেসি এবং নিত্য প্রয়োজনীয় দোকানের সামনে জনসাধারণকে ন্যূনতম সামাজিক দূরত্ব বজায় রাখতে ‘গোলবৃত্ত’ অঙ্কন করা হয় ।
এ সময় উপস্তিত ছিলেন "আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশন" এর সভাপতি সাংবাদিক শেখ আবদুল্লাহ,সহ-সভাপতি এন. মোহাম্মদ জুনাইদ খান ,সাংগঠনিক সম্পাদক মনির উদ্দিন জুয়েল, সহ- অর্থ- সম্পাদক মোহাম্মদ শফি আলম প্রমুখ।
এই বিষয়ে "আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশন" এর সভাপতি সাংবাদিক শেখ আবদুল্লাহ বলেন, করোনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ আর প্রয়োজনীয় স্পট হচ্ছে ফার্মেসি, মুদি দোকান, আর কাঁচাবাজার। তাই এসমস্ত জায়গায় সমাজিক দূরত্ব নিশ্চিত করতে আমাদের এই উদ্যেগ। আমরা করোনা ভাইরাসের সংক্রমণ রোধে জনসাধারণকে বোঝানোর চেষ্টা করতেছি কীভাবে ন্যূনতম দূরত্ব বজায় রাখতে হবে। যাতে পরিবার, আমি-আমরা সকলে নিরাপদ থাকতে পারি।