South east bank ad

কঠোর লকডাউনে মাঠে ময়মনসিংহ সদর ইউএনও সাইফুল ইসলাম

 প্রকাশ: ০১ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এইচ. এম জোবায়ের হোসাইন (ময়মনসিংহ) :
ময়মনসিংহ সদরে মহামারী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে লকডাউন নিশ্চিত করণে মাঠে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী। দোকানপাট বন্ধ রয়েছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও নগরীর বিভিন্ন এলাকা সম্পূর্ণরূপে গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। যৌক্তিক কারণ ছাড়া চলাফেরা ও মাক্স পরিধান না করার অপরাধে ১০ মামলায় ৪হাজার ৯শত টাকা জরিমানা করা হয়েছে।

১লা জুলাই বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে দুপুর ১২.৩০ টা পর্যন্ত উপজেলা সদরে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ড থেকে ২৫ নং ওয়ার্ড পর্যন্ত বিভিন্ন এলাকায় সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ নিশ্চিত করণে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের নেতৃত্বে, মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে ১০টি মামলায় সাড়ে ৪হাজার ৯শত টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম বলেন-লকডাউনের সময় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ রাখা সহ যেসব সিদ্ধান্ত নেয়া হয়েছে, সেগুলো কার্যকর করতে ব্যবস্থা নিয়েছেন ময়মনসিংহ জেলা প্রশাসন।

এসময়- সবাইকে মাস্ক পরা এবং অন্যান্য স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: