ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ব্রহ্মপুত্রে নদে নিখোঁজের লাশ উদ্ধার
শামীম আলম (/জামালপুর ) :
জামালপুরের ইসলামপুর উপজেলায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে নিখোঁজের পর লাশ উদ্ধার করেছে সিয়াম (২২) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।বৃহস্পতিবার (১ জুলাই) সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে। নিখোঁজ ওই ছাত্র উপজেলার পলবান্দা ইউনিয়নের চরচাড়িয়া গ্রামের উমর আলী বিএসসির ছেলে।
ইসলামপুর পৌরসভার মেয়র আব্দুল কাদের সেখ জানান, 'আমি ঘটনাস্থলে আছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞান বিভাগে অনার্সে প্রথম বর্ষের ছাত্র সিয়াম। সে স্থানীয় সরকারি নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক উমর আলী বিএসসির ছেলে। বিকালে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেড়িয়েছিল সিয়াম।
সন্ধ্যার আগে মুহূর্তে পৌর শহরস্থ পাইলিং ঘাটে শহীদ মেজর জেনারেল খালেদ মোশাররফ সেতু সংলগ্ন ব্রহ্মপুত্র নদে সিয়াম গোসল করতে নামে।
এ সময় লিমন এবং জিহান নামে তার দুই বন্ধু সঙ্গে ছিল। গোসল করা এক পর্যায়ে হঠাৎ করে সিয়ামকে খোঁজে পাচ্ছিল না তার বন্ধুরা। খবর পেয়ে ফাইয়ার সার্ভিসের ডোবুরী দল নিখোঁজ সিয়ামকে উদ্ধার লাশ উদ্ধার করে ।