টাঙ্গাইলে ১৬ জনের মৃত্যু , আক্রান্ত ২৫৭
মো,আবু জুবায়ের উজ্জ্বল ( টাঙ্গাইল ) :
টাঙ্গাইল জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত ও করোনার উপসর্গ নিয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। করোনাভাইরাস সংক্রমণের পর একদিনে এতো মৃত্যু হলো। বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এ মৃত্যু হয়। এছাড়াও এ সময়ে ২৫৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত মোট মৃত্যুবরণ করেছেন ১১৫ জন। বিষয়টি বৃহস্পতিবার (১ জুলাই) বেলা ১২ টায় টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন খান নিশ্চিত করেছেন।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবয়ায়ক খন্দকার সাদিকুর রহমান জানান, হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ভর্তি হওয়া নয়জন ও নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউ) চারজন ও করোনা ডেডিকেটেড ওয়ার্ডে তিনজন করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়েছে।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শফিকুল ইসলাম জানান, মৃত ১৬ জনের বেশিরভাই বয়স্ক রোগি ছিলো। তারা শেষ মুহুর্তে হাসপাতারে আসেন। হাসপাতালে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৯১ জন রোগি ভর্তি রয়েছে। এদের মধ্যে করোনা উপসর্গ নিয়ে ৬০ জন ও করোনায় আক্রান্ত হয়ে ৩১ জন।
স্বাস্থ্যবিভাগ সূত্র জানায়, বৃহস্পতিবার জেলায় আরো ২৫৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগি শনাক্ত হয়েছে। ৬২৮ টি নমুনা পরীক্ষা করে এ রোগি গুলো শনাক্ত হয়। শনাক্তের হার শতকরা ৪০ দশমিক ৯২ শতাংশ। এ নিয়ে জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সাত হাজার ৯৬৪ জন হলো। গত ১৯ দিন ধরে জেলায় আক্রান্তের হার ৩২ শতাংশের উপরে রয়েছে।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন খান জানান, সকলকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জ্বর হলে ঘরে থেকে অনলাইনে চিকিৎসা নিতে হবে। অবস্থা খারাপ হাসপাতালে আসতে হবে। কাউকে বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হওয়ারও আহ্বান জানান তিনি