৭ বছরের প্রেম সমাপ্ত হলো মৃত্যু দিয়ে
কায়সার সামির (মুন্সীগঞ্জ) :
ভার্চুয়াল লাইফ (ইমু) তে ৭ বছর প্রেম করে সৌদি প্রবাসী মো. ফারহান সবুজের সাথে বনিবনা না হওয়া আত্মহত্যা পথ বেছে নিলেন ফাতেমা আক্তার (২২) নামের এক তরুণী। বৃহস্পতিবার বেলা একটার দিকে মুন্সিগঞ্জে মিরকাদিম পৌরসভা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ফাতেমা আক্তার (২২) মিরকাদিম পৌরসভার কাঠালতলা এলাকার আহম্মেদ হোসেনের মেয়ে।
জানা যায়, ফাতেমা গত সাত বছর ধরে সৌদি প্রবাসী মো. ফারহান সবুজ নামের এক ছেলের সাথে ইমুতে প্রেম চলছিল। এর মধ্যে কখনো তাদের দেখা হয়নি। ফাতেমাকে অন্য কোথাও বিয়ে দিতে চাইলে সৌদি প্রবাসী ফারহান নানানভাবে ব্ল্যাকমেইল করে। গত সপ্তাহে পারিবারিকভাবে তাদের বিয়েও ঠিক হয়। কিন্তু গত তিনদিন আগে ফাতেমা কে ফারহান বিভিন্ন কারণের সন্দেহ করে বকাঝকা দেয়। পরে ফাতেমা সহ্য করতে না পেরে ফাঁসি দেয়।
নিহতের মা বলেন, গত সপ্তাহে পারিবারিকভাবেই ফারহানের সাথে মেয়ের বিয়ে ঠিক হয়েছিল। কিন্তু গত তিনদিন ধরে ফাতেমা খাবার খায় না। জিজ্ঞাসা করলে উত্তরও দেয় না। আজ একটার দিকে রান্না বসিয়ে পুকুরে পানি আনতে গেলে এই সুযোগে ফাতেমা ঘরের দরজা জানালা বন্ধ করে ফাঁসি দেয়। পরে ছোট ছেলে দরজা ভেঙে ফাতেমা কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকৎসক মৃত lঘোষণা করে।
হাতিমার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে এই ঘটনায় নিউজ লিখা পর্যন্ত কোনো মামলা হয়নি।