‘এমবিএল রেইনবো’ : ঘরে বসেই যাবতীয় ব্যাংকিং
কোভিড-১৯ মহামারিতে যাবতীয় ব্যাংকিং ঘরে বসেই সম্পন্ন করুন ‘এমবিএল রেইনবো’ এর মাধ্যমে। মোবাইল টপআপ, বিদ্যুৎ ও পানির বিল, টাকা স্থানান্তর, অন্য ব্যাংকে টাকা পাঠাতে পারেবন ঘরে বসেই।
গত ০২ জুন মার্কেন্টাইল ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন ‘এমবিএল রেইনবো’ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অ্যাপটি Download করতে এই লিংক-এ ক্লিক করুন> https://6o2df.app.link/e/Rainbow