শিরোনাম

South east bank ad

‘তাদের বাড়ি যাওয়ার ভরসা নৌকা’

 প্রকাশ: ০১ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

পীর জুবায়ের (সুনামগঞ্জ) : ‘ গাড়ি নাই, গাঙর পাড় খত সময় ধরে বওয়াত আছি বাড়িত যাইতাম দোয়রাবাজার। হরতাল খরি জানি না। জানলে আমি আইতাম না। আরও খতদিন ফুরির বাড়ি থাখতাম। বহুত জাগা আইট্্রা আইছি। হুনছি নৌকা ছাড়বো। এর লাগি অফেক্ষা করি বইতাকছি। বাড়িত যাওয়ার ভরসা অনে নৌকা’

এমনটাই বলছিলেন মেয়ের বাড়ি থেকে নিজ বাড়ি যাওয়ার জন্য নৌকা ছাড়ার অপেক্ষা থাকা বায়োবৃদ্ধা ৭০ বছরের আয়মালা বিবি।

দেশে যে কঠোর লকডাউন আপনি কি জানেন না? প্রতিবেদকের এমন প্রশ্নে তিনি বলেন, আমার মেয়ে অসুখের কারনে আমি মেয়ের বাড়িতে পাঁইগাও গেছিলাম সাপ্তাহ খানেক আগে। আর লকডাউন কি তা জানি না। মেয়ের অসুখ কিছুটা কমেছে সেজন্য তাকে সাথে নিয়ে বাড়ি যাওয়ার জন্য বের সর্ম্পুণ রাস্তা হেঁটে এসে এখানে এসেছি। আমার কোমড় ব্যাথা করছে বেশী। তবে এখানে এসে শুনেছি লকডাউন চলের। কিন্তু আমরা গ্রামের মানুষ এত কিছু চিনিও না জানিও না। এখন যদি নৌকা ছাড়ে তাহলে বাড়ি যাব , না হলে আবার মেয়ের বাড়ি হেঁটে যেতে হবে। ফিরে গেলে হাঁটার কষ্টে বাঁচবো না শরীরের ব্যথায়।

এসময় দেখা যায় জেলার ছাতক উপজেলার জাউয়াবাজারের বোকা নদীতে নোঙর করা রয়েছে ১০-১২টি ইঞ্জিন চালিত নৌকা। এবং কিছু নৌকা দোয়রাবাজার উপজেলার ঝলসি, পা-ারগাঁও, খফলাসহ বিভিন্ন জায়গার যাত্রী নিয়ে ঘাঁট ছাড়ছে তড়িগড়ি করে। আবার কিছু নৌকা যাত্্রী এবং পণ্য নিয়ে ঘাঁটে ভিড়ছে।

এসময় যাত্রীদের সাথে কথা হলে তারা জানান, লকডাউনে সবকিছু বন্ধ হয়ে গেছে। কিন্তু আমাদের সাংসারিক নিত্য প্রয়োজনের জন্য বাজারে আসতে ভরসা কেবল নৌকা। যদি আমরা বাজারে না আসি তাহলে না খেয়ে দিন পার করতে হবে।

এদিকে, করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সারা দেশের ন্যায় সুনামগঞ্জেও সকাল থেকে শুরু হয়েছে আইনশৃংখলাবাহিনীর কড়াকড়ি। সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিজিবি ও র‌্যাব সদস্যদের টহল দিতে দেখা গেছে। জরুরি পণ্যবাহী যানবাহন ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। কেবল অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে যানবাহন চলাচল করছে। রাস্তায় মানুষের চলাচল সীমিত রয়েছে।
উল্লেখ্য, করোনাভাইরাসের বিস্তার রোধে বৃহস্পতিবার ১ জুলাই সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত মানুষের সার্বিক কার্যাবলী ও চলাচলে বিধিনিষেধ আরোপের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বুধবার (৩০ জুন) মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: