শিরোনাম

South east bank ad

দৌলতখানে শতদল যুবমেলার উদ্যোগে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সচেতনতামূলক প্রচারণা

 প্রকাশ: ০১ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মিরাজ হোসাইন (দৌলতখান) :
করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ ঠেকাতে পথচারী, ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে মাস্ক বিতরণ, হাত ধোয়ার ব্যবস্থা ও সচেতনামূলক প্রচারণা করেছে শতদল যুবমেলা।
বৃহস্পতিবার (১জুলাই) সকাল থেকে ঘন্টা ব্যাপী শতদল যুবমেলার আয়োজনে দৌলতখান পৌর শহরের দক্ষিণ মাথায় এ কর্মসূচি'র উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাওলাদার ও পৌর মেয়র জাকির হোসেন তালুকদার।

এসময় পৌর মেয়র জাকির হোসেন তালুকদার বলেন,দেশের অন্যান্য উপজেলার মতো দৌলতখানে করোনা সংক্রমণের সংখ্যা বাড়ছে। এই সংক্রোমণ ঠেকাতে আমাদের সকলের সচেতনতা খুবই জরুরী। তাই মানুষকে সচেতন করতে মাস্ক বিতরণ ও সচেতনামূলক প্রচারণা চালানো হয়েছে। শতদল যুবমেলার এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি।

দৌলতখান উপজেলা শতদল যুবমেলা সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্ব কর্মসূচি'তে উপস্থিত ছিলেন, শতদল যুবমেলার সাধারণ সম্পাদক ফরাজী আবুল কাশেম, উপদেষ্টা আব্দুল খালেক, সদস্য মোঃ বাবুল, সাবেক কাউন্সিলর আবুল ফারাহ, পৌর কাউন্সিলর নুরে আলম সহ প্রমুখ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: