শিরোনাম

South east bank ad

ময়মনসিংহে করোনায় ৮ জনের মৃত্যু

 প্রকাশ: ০১ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

রাসেল আহমেদ(ময়মনসিংহ সদর)
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চার জন করোনা আক্রান্ত হয়ে এবং চার জন করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বুধবার সকাল ৮ টা থেকে বৃহস্পতিবার সকাল ৮ টা মধ্যে ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনা আক্রান্ত হয়ে মযমনসিংহের ভালুকার সাহেরা খাতুন (৬৫), শেরপুর সদরের কাজী নজরুল (৭৫), নেত্রকোনা সদরের রাজিয়া খাতুন (৫২) ও কিশোরগঞ্জের বাজিতপুরের আবেদ আলী (৫২) মারা যান।

গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে মারা যান আরও চার জন। তারা হলেন- ময়মনসিংহ সদরের জামতলা এলাকার মজিবুর রহমান (৬৫), মুক্তাগাছার মাহবুব আলম (৪৫), শেরপুর সদরের জিনাত আরা (৩৪) ও নেত্রকোনা সদরে আলেয়া বেগম (৩০)।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান জানান, বৃহস্পতিবার সকাল ১০ টা পর্যন্ত ১৩টি আইসিইউয়ে ১২ জন, সাধারণ ওয়ার্ডে ২২২ জন রোগী রয়েছেন।

তিনি আরও জানান, মেডিকেলে ২১০ শয্যা থেকে আপদকালীন আরও ৩২টি আসন বাড়ানো হয়েছে। বর্তমানে সর্ব্বোচ্চ সংখ্যক রোগী ভর্তি থাকায় সেবা দিতে হিমসিম খেতে হচ্ছে। গত ২৪ ঘন্টায় নতুন ভর্তি হয়েছে ৭৮ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯ জন।

এদিকে গত বুধবার জেলায় র‌্যাপিড এন্টিজেন ও আরটিপিসিআর টেস্টে ৪৪৩ জনের নমুনা পরীক্ষায় ১২৯ জনের করোনা শনাক্ত হয়। জেলায় সংক্রমণের হার ২৯ দশমিক ১১ শতাংশ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: