গৌরীপুর পৌর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক কমিটি গঠন
মশিউর রহমান কাউসার (গৌরীপুর ,ময়মনসিংহ):
ময়মনসিংহের গৌরীপুর পৌর স্বেচ্ছাসেবকলীগের ৩১ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহবায়ক পদে সাবেক ছাত্রলীগ নেতা ওমর ফারুক ও সিনিয়র যুগ্ম আহবায়ক পদে মাহমুদুল হাসান মাসুদ নির্বাচিত হয়েছেন। উপজেলা স্বেচ্ছাসেবলীগের সভাপতি মোঃ সোহেল রানা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব বুধবার (৩০ জুন) এ নতুন কমিটির অনুমোদন করেন। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এ কমিটিতে দিদারুল আলম দিদার, শাকিরুল জাকারিয়া আকাশ, আবিদুর রহমান প্রান্ত, মাহবুব আলম আশিক, সুমন মিয়া, শামস মোরশেদ খান সামি, এসএম মিজানুর রহমান ও জাকির হোসেন যুগ্ম আহবায়ক নির্বাচিত হয়েছেন।
এতে সদস্য নির্বাচিত হন জোবায়ের হোসেন সোহান, শ্রীকান্ত সাহা, মামুনুল করিম মামুন, বিপুল কুমার চন্দ, উজ্জল কুমার নিরাশা, ফয়সাল আহম্মেদ সাগর, ইমরান হোসেন পলাশ, এন.এস কৌশল, শেখ রাসেল, মোসাব্বির হোসেন রাজন, শরিফুল ইসলাম রাসেল, আফ্রিদি হাসান হিরা, হিমায়তুল হায়াত আকিক, মামুন হোসেন, রাসেল খান, লিয়ন, আলাদিন ইসলাম শান্ত, ইউসূফ মিয়া, রাজন মিয়া, এসএম জাকির হোসেন, কাজী সোহাগ।