শায়েস্তাগঞ্জে মরণনেশা ৫০ পিস ইয়াবাসহ এক নারী আটক
নুর উদ্দিন সুমন( হবিগঞ্জ) : হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে মরণনেশা ৫০ পিস ইয়াবা সহ সুমা আক্তার (২৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সুমা চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের শিমুলতলা এলাকার আফজাল মিয়ার স্ত্রী। বুধবার (৩০ জুন) বিকেলে মোছাঃ সুমা আক্তারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় শায়েগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব এর নেতৃত্বে শায়েস্তাগঞ্জ পৌরসভাস্থ হাসপাতাল টু দেউন্দি রাস্তার অস্থায়ী সিএনজি স্ট্যান্ড সংলগ্ন যাত্রী ছাউনীর সম্মুখে রাস্তার উপর অভিযান আালিয়ে সুমা আক্তার কে আটক করেন । এসময় তার হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক গ্রেফতার করা হয়। আটকের বিষয়ে নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় দেব জানান, আটকৃত নারী সুমার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা মামলা দিয়ে আদালতে সোর্পদ করা হয়েছে। এধরনের অভিযান অব্যাহত আছে বলেও ওসি জানান।