সাতক্ষীরায় হারিয়ে যাওয়া ৩৩ টি মোবাইল মালিকদের কাছে হস্তান্তর
সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)এর সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সজিব খান এর তত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ ইকবাল হোসেন মহোদয়ের নেতৃত্বে জেলা পুলিশের একটি চৌকস টিম হারিয়ে যাওয়া ৩২ টি মোবাইল ফোন উদ্ধার করেন। উদ্ধারকৃত মোবাইল ফোন সমূহ অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ ইকবাল হোসেন মহোদয় অদ্য ৩০জুন পুলিশ সুপার সাতক্ষীরা মহোদয়ের নির্দেশক্রমে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন। এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।