শিরোনাম

South east bank ad

গৌরীপুরে কৃষি প্রণোদনা পেলেন ৬৯০ জন কৃষক

 প্রকাশ: ৩০ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মশিউর রহমান কাউসার (গৌরীপুর, ময়মনসিংহ) :
রোপা আমন উৎপাদন বৃদ্ধির লক্ষে ময়মনসিংহের গৌরীপুরে বিনামুল্যে ৬৯০ জন কৃষক-কষাণীর মাঝে বিনামুল্যে বীজ ধান ও সার বিতরণ করা হয়েেেছ। বুধবার (৩০ জুন) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি অফিস হল রুমে কৃষকদের মাঝে সরকারের এ প্রণোদনা দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের সভাপতিত্বে ও উপ সহকারি কৃষি কর্মকর্তা শরিফুল ইসলামের সঞ্চালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার, ইউপি চেয়ারম্যান রমিজ উদ্দিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অরুনিমা কাঞ্চি সুপ্রভা শাওন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল ওয়াহেদ খান, গৌরীপুর প্রেসক্লাবের সদস্য সচিব মশিউর রহমান কাউসার প্রমুখ।
উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার জানান, এ উপজেলায় ২৩০ জন কৃষকের মাঝে ২ কেজি করে হাউব্রিড জাতের ধান বীজ ও ২০ কেজি করে সার এবং ৪৬০ জন কৃষকের মাঝে ৫ কেজি করে উফশী জাতের ধান বীজ ও ২০ কেজি করে বিনামুল্যে বিতরণ করা হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: