দিনাজপুর পুলিশ সুপারের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
দিনাজপুর পুলিশ সুপার পুলিশ লাইনসের খালি পরিত্যাক্ত জায়গা গুলোকে নতুন রুপে সজ্জিত করে ১০ হাজার বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নেন। আসলেই তিনি বহুদর্শী একজন নেতৃত্ব, মানবিক পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার)। যাহার সঠিক দিকনির্দেশনায় ২৯জুন পুলিশ লাইনস্, দিনাজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শচীন চাকমা এবং অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মমিনুল করিম। এ সময় আরো উপস্থিত ছিলেন পুলিশ লাইনস্ এর আর,আই রফিকুল ইসলাম ও জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।