টাঙ্গাইলে নতুন করে ৩২০ জন করোনা রোগী শনাক্ত
মো.আবু জুবায়ের উজ্জ্বল (টাঙ্গাইল) :
টাঙ্গাইল জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৩২০ জন ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। জেলা সিভিল সার্জন অফিস সুত্রে জানা গেছে, ৮৩৪ টি নমুনা পরীক্ষা করে নতুন রোগী শনাক্ত হয়েছে ৩২০ জন।
জেলায় শনাক্তের হার শতকরা ৩৮ দশমিক ৩৭ভাগ। জেলায় মোট করোনা রোগী ৭৭০৭ জন। এখন পর্যন্ত মোট মৃত্যুবরন করেছেন ১০৮জন। আজকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ২১জন। মোট ভর্তি আছেন সারা জেলায় ৪৭৮ জন। এদের মধ্যে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আইসিইউতে ৮ জন আর জেনারেল বেডে ৩৪ জন। জেলার হাসপাতালগুলোতে আইসোলেশনে আছেন ৫০জন। রোগীদের মধ্যে নতুন সুস্থ হয়েছেন ২৬ জন এবং মোট সুস্থ হয়েছেন ৪৪৬২ জন।