বেজা ও পিডব্লিউসির চুক্তি সই
বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের ‘আইসিটি রোডম্যাপ’ তৈরির জন্য প্রাইসওয়াটারহাউজকুপার্স প্রাইভেট লিমিটেডকে (পিডব্লিউসি) পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)।
গতকাল মঙ্গলবার ২৯ জুন ২০২১ইং তারিখ বেজা সদর দপ্তরের সভাকক্ষে এ চুক্তি সই হয়। চুক্তি সই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী।
চুক্তিপত্রে বেজার পক্ষে সই করেন বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের ব্যবস্থাপক (উপসচিব) আবদুল আলিম খান এবং পিডব্লিউসির পক্ষে সই করেন সংস্থাটির পার্টনার অরিজিৎ চৌধুরী।
অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ ও পিডব্লিউসি-বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।