ভার্চুয়াল প্লাটফর্মে মধুমতি ব্যাংক লিমিটেডের ৮ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
মধুমতি ব্যাংক লিমিটেডের অষ্টম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল মঙ্গলবার ২৯ জুন ২০২১ইং তারিখ এক ভার্চুয়াল প্লাটফর্মে ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হুমায়ূন কবীর। এতে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান শেখ সালাহ্উদ্দিন, নির্বাহী কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোস্তফা কামাল, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. সফিউল আজম প্রমুখ।
সভায় ২০২০ সালের আর্থিক হিসাব বিবরণীসহ পরিচালকমণ্ডলীর প্রতিবেদন অনুমোদিত হয়। এছাড়া ২০২০ সালের জন্য ১৭. ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড, অর্থাৎ মোট ২২.৫ শতাংশ লভ্যাংশ ঘোষিত হয়।