শিরোনাম

South east bank ad

কমিউনিটি ব্যাংক ও প্রাইসওয়াটারহাউসকুপারস আইএসও ২৭০০১:২০১৩ আইএসএমএস পরামর্শ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

 প্রকাশ: ৩০ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও প্রাইসওয়াটারহাউসকুপারস বাংলাদেশ (পিডব্লিউসি বাংলাদেশ) প্রাইভেট লিমিটেডের মধ্যে সম্প্রতি আইএসও ২৭০০১:২০১৩ আইএসএমএস পরামর্শ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মসিউল হক চৌধুরী ও পিডব্লিউসি বাংলাদেশ এর ম্যানেজিং পার্টনার জনাব মামুন রশিদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ চুক্তির মাধ্যমে পিডব্লিউসি বাংলাদেশ কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের আইএসও ২৭০০১:২০১৩ সনদ প্রাপ্তিতে পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে। কমিউনিটি ব্যাংক আইএসও ২৭০০১:২০১৩ সার্টিফিকেশন প্রাপ্ত হলে ব্যাংকের নির্ভরযোগ্যতা, সিস্টেম এবং তথ্যের সুরক্ষা বৃদ্ধি পাবে যা কমিউনিটি ব্যাংকের গ্রাহক ও অংশীদারদের আস্থা বৃদ্ধি করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে পিডব্লিউসি বাংলাদেশ এর পক্ষে রুমেসা হুসেন, পরিচালক, মোঃ আশিকুর রহমান, সহযোগী পরিচালক, জামিল আহমেদ সাদ, ব্যবস্থাপক এবং কমিউনিটি ব্যাংকের পক্ষে জনাব মোহাম্মদ আবদুল কাইউম খান, এসইভিপি ও চীফ ইনফরমেশন অফিসার, মোঃ তানজিম মোর্শেদ ভূঁইয়া, ভিপি ও হেড অফ কোর ব্যাংকিং অ্যাপ্লিকেশন উপস্থিত ছিলেন।
কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মসিউল হক চৌধুরী উক্ত অনুষ্ঠানে বলেন- “আমাদের অত্যাধুনিক ব্যাংকিং প্রযুক্তি ও পিডব্লিউসির কার্যকরী পরামর্শের সমন্বয়ে আমরা স্বল্পতম সময়ের মধ্যে আইএসও ২৭০০১:২০১৩ সনদটি অর্জন করবো বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করছি।“

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: