শিরোনাম

South east bank ad

মৌলভীবাজার প্রেসক্লাবে নেছার আহমদ এমপি’র উপহার

 প্রকাশ: ২৯ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

তানভীর আঞ্জুম আরিফ (মৌলভীবাজার) :
সাংবাদিকদের উন্নয়ন ও কল্যানে মৌলভীবাজার প্রেসক্লাবে কম্পিউটার,আসবাবপত্রসহ লক্ষাধিক টাকার উপহার প্রদান করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

গতকাল মঙ্গলবার (২৯ জুন) দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে মৌলভীবাজার প্রেসক্লাব সভাপতি এম এ সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পান্না দত্তের সঞ্চালনায় আসবাবপত্র প্রদান অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। প্রেসক্লাবে একটি ডেক্সটপ কম্পিউটার সেট,একটি ফাইল ক্যাবিনেট,পাঁচটি উন্নতমানের টেবিল ক্লথ ও চব্বিশটি চেয়ার প্রদান করেছেন তিনি। এ সময় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গনমাধ্যম কর্মিরা উপস্থিত ছিলেন।

অনুষ্টানে আরো বক্তব্য রাখেন,সিনিয়র সাংবাদিক সরোয়ার আহমদ ,বকশী ইকবাল আহমদ, বাসস প্রতিনিধি ছাদিক আহমদ, টিভি জানালিষ্ট এসোসিয়েশন সভাপতি এড: রাধা পদ দেব সজল, প্রেসক্লাব সহ সভাপতি নুরুল ইসলাম শেফুল,সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী ও সাবেক সাধারণ সম্পাদক সালেহ এলাহি কুটি।

এ সময় সংসদ সদস্য নেছার আহমদ বলেন, জেলার ঐতিহ্যবাহি ও প্রাচীন মৌলভীবাজার প্রেসক্লাবে প্রদানকৃত জিনিসগুলো পেশাগত দায়িত্ব পালন ও সংগঠনের কাযক্রম পরিচালনার কাজে প্রয়োজন । যদিও তা খুবই সামান্য। তবে আগামিতে প্রেসক্লাব এর আধুনিক ভবন নির্মানে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। আর জেলায় সরকারের উন্নয়ন কাজ ও বিভিন্ন পদক্ষেপ এর সংবাদ জনগনের কাছে পৌছে দিতে গনমাধ্যম কর্মিদের আরো বেশি সহযোগীতা চান ।

এছাড়া করোনা মহামারি নিয়ন্ত্রন ও প্রতিরোধে জনগনকে সচেতন করতে এবং সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলতে বেশি করে সংবাদ পরিবেশনের আহবান জানান নেছার আহমদ এমপি।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: