শুদ্ধাচার পুরুস্কারে জয়ী হলেন কামাল পারভেজ
রনি ইমরান (পাবনা) :
ভালো কাজের স্বীকৃতিস্বরূপ এবছর জাতীয় শুদ্ধাচার পুরস্কারে জয়ী হয়েছেন পাবনা বিসিক শিল্প নগরীর কর্মকর্তা কামাল পারভেজ।সততা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য তাকে শুদ্ধাচার পুরুস্কারে ভূষিত করা হয়।কামাল পারভেজ দায়িত্ব ও কর্তব্য পালনে পাবনা বিসিক শিল্প নগরীকে একটি আর্দশ শিল্পনগরী হিসেবে গড়ে তুলতে অক্লান্ত পরিশ্রম করেছেন। তিনি ঠিকাদারদের কাছ থেকে বিসিকের বিভিন্ন উন্নয়নমুলক কাজের তদারকি ও নিয়ম অনুযায়ী কাজ বুঝে নিয়েছেন। অফিস সময়ের পরেও তাকে অফিসের কাজে সময় পার করতে দেখা যায়। রাত দিন সততার সাথে পরিশ্রম করার জন্য তিনি এই পুরস্কারের জয়ী হোন বলে জানায় তার অফিসের কর্মীরা। এ বিষয়ে কামাল পারভেজ বলেন, নিষ্ঠার সাথে পরিশ্রম করলে আল্লাহ তার পুরস্কার দেন। আর্থিক সম্মাননা, ক্রেস্ট বা সনদ(শুদ্ধাচার পুরস্কার) এর আশায় পরিশ্রম করিনি। সারাজীবন সরকারি অর্থে পড়াশোনা করেছি, সেই দায়বদ্ধতা আর দায়িত্ববোধ থেকেই সাধ্য দিয়ে কাজ করি। বিসিকের জন্য আরও বেশি পরিশ্রম করতে চাই।সকলেই দোয়া করবেন যেন আগামী বছর একই ভাবে সন্মানিত হতে পারি। আমিবিসিকের সকল কর্মকর্তা-কর্মচারিকে নিষ্ঠার সাথে পরিশ্রম করতে উৎসাহ দিতে চেয়ারম্যান মহোদয়ের এমন পদক্ষেপ প্রশংসার দাবি রাখে। জানা যায়, কামাল পারভেজের বাড়ি বগুড়া সদর উপজেলায়। ছোটবেলা থেকেই তিনি মেধাবী ছাত্র ছিলেন। ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়াশোনা করেন তিনি। গত দের বছরের বেশি সময় ধরে তিনি পাবনা বিসিক শিল্প নগরীতে দায়িত্ব পালনে নিষ্ঠার সাথে কর্মরত আছে। তার শুদ্ধাচার পুরুস্কার বিজয়ে পাবনা বিসিক শিল্প নগরীর সুনাম বয়ে এনেছে বলে জানায় পাবনা বিসিক শিল্প মালিক সমিতি। মঙ্গলবার তারা কামাল পারভেজকে অভিনন্দন জানাতে বিসিক ভবনে আসে। এসময় তাকে ফুল দিয়ে অভিনন্দন জানায়, বিসিক শিল্প মালিক সমিতির সহ-সভাপতি হারুন-অর-রশিদ, আফজাল হোসেন রাজা,অলিউল ইসলাম,যুগ্ম সাধারন সম্পাদক বিল্লাল হোসেন সহ নেতৃবৃন্দ।