নেত্রকোণায় শুদ্ধাচার পুরস্কার প্রদান
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে শুদ্ধাচার চর্চার মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অসামান্য অবদান রাখায় তিনটি ক্যাটাগরিতে কর্মচারিদেরকে পুরস্কৃত করা হয়। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অফিস প্রধান হিসেবে মনোনীত হয়েছেন খালিয়াজুরি উপজেলা নির্বাহী অফিসার এ এইচ এম আরিফুল ইসলাম, জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মকর্তা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বী এবং শ্রেষ্ঠ কর্মচারী জেলা প্রশাসকের গোপনীয় সহকারী সালাউদ্দিন ফারুখ মনোনীত হয়েছেন। শ্রেষ্ঠ কর্মচারীদের মধ্যে শুদ্ধাচার পুরস্কার প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজি মোঃ আবদুর রহমান।
এছাড়া শুদ্ধাচার চর্চার মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অসামান্য অবদান রাখায় জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়নের নিমিত্ত ভালো কাজের স্বীকৃতি স্বরুপ জেলা প্রশাসন নেত্রকোণার কর্মকর্তা- কর্মচারীদের মধ্যে সম্মাননা প্রদান করা হয়। এ জেলায় ২০২০-২০২১ অর্থবছরে শুদ্ধাচার চর্চার মাধ্যমে কর্মদক্ষতা, শৃংখলা, সততা ও নৈতিকতার মাধ্যমে “ভালো কাজের স্বীকৃতি স্বরুপ” এ পুরস্কার প্রদান করা হয়।