শিরোনাম

South east bank ad

কঠোর লকডাউনের আগে ঢাকা ছাড়ছে মানুষ

 প্রকাশ: ২৯ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

কায়সার সামির (মুন্সিগঞ্জ):

আগামী বৃহস্পতিবার সারাদেশে সর্বাত্বক লকডাউন কে কেন্দ্র করে আজ মঙ্গলবারও ঢাকা ছাড়ছে দক্ষিণবঙ্গের মানুষ। এতে ঘাট এলাকায় মানুষের উপচে ভিড় দেখা গেছে। বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে যাত্রী ও গাড়ির চাপ।

বিআইডাব্লিউটিসি শিমুলিয়াঘাটে সহকারি ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ জানান, লকডাউনকে কেন্দ্র করে ঘাটে মানুষ আসছে। শিমুলিয়া-বাংলবাজার নৌরুটে বর্তমানে ১৪টি ফেরি সচল রয়েছে।

তিনি আরো জানান, ঘাট এলাকায় পারাপারের জন্য অপেক্ষায় রয়েছে প্রায় ২ শতাধিক গাড়ি। সিরিয়াল অনুযায়ী সব গাড়ি পার করা হবে। যাত্রী পারাপারের বিষয়ে আমাদের সুনির্দিষ্ট কোন নির্দেশনা নেই। যারা ঘাটে আসছে তারা পার হতে পারছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: