ময়মনসিংহে বিধিনিষেধ অমান্য করায় জরিমানা
এইচ এম জোবায়ের হোসাইন:
করোনা ভাইরাস রোধে সরকার কতৃক আরোপিত বিধিনিষেধ অমান্য করে দোকানের ভেতরে বসিয়ে খাওয়ানোর অভিযোগে সোমবার বেলা ৪ টায় নতুনবাজার ও গাঙ্গিনাপাড় এলাকার তিন রেঁস্তোরাকে ৩টি মামলায় ৩ হাজার টাকা জরিমানা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তিনি মাস্ক বিতরণ করেন এবং মাস্ক পরিধানে জনসাধারণকে সচেতন করেন। এমনকি সকলকে সরকারি বিধি নিষেধ মেনে চলার আহবান জানান।
তিনি জানান, করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকার নির্ধারিত বিধিসমূহ নিশ্চিতে কাজ করছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। তিনি আরো জানান, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।