ফুলবাড়িয়া ডিগ্রী কলেজ গ্রুপের বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
মো: আব্দুস ছাত্তার (ফুলবাড়িয়া) :
ফুলবাড়ীয়া কলেজ মাঠে ফুলবাড়িয়া কলেজের সাবেক স্টুডেন্টদের মিলন মেলা ও সাবেক ‘ফুলবাড়িয়া ডিগ্রী কলেজ’ গ্রুপ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে রবিবার।
উদ্বোধন অনুষ্ঠানে ফুলবাড়িয়া কলেজের ভাইস প্রিন্সিপাল আমজাদ হোসেন, প্রভাষক উপেন্দ্র চন্দ্র দাস সহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী ছাড়াও গ্রুপের এডমিন আব্দুর রউফ মন্ডল, মডারেটর আশিকুর রহমান উজ্জল, ফুলবাড়িয়া হেল্পলাইন গ্রুপের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
কলেজ প্রাঙ্গনে নিম, বকুল, আমলকি, কৃষ্ণচূড়া, অর্জুন, মেহগনি, পেয়ারা, কাঁঠাল, জাম ইত্যাদি গাছ লাগানো হয়।
এছাড়াও বৃক্ষরোপনে উৎসাহ প্রদানে ফুলবাড়িয়া হেল্পলাইনের সদস্যদের কাছে ৩শ গাছের চারা তুলে দেওয়া হয়।
সাবেক ”ফুলবাড়িয়া ডিগ্রী কলেজ” গ্রুপ এডমিন আব্দুর রউফ মন্ডল বলেন, এই গ্রুপে ফুলবাড়িয়া কলেজের সাবেক সকল শিক্ষার্থীদের মিলন মেলায় পরিনত করবে।