ঝালকাঠি সরকারি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি
মোঃ রাজু খান (ঝালকাঠি):
স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ঝালকাঠির ঐতিহ্যবাহী সরকারি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার কলেজের বিভিন্ন জায়গায় বৃক্ষ রোপণ করা হয়। স্বাস্থ্যবিধি মেনে কলেজ চত্ত্বরে ৫০ টি ফলদ, বনজ, ভেষজ ও ফুলের চারা রোপণ করা হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মো. ইলিয়াস বেপারীর নির্দেশনায় বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সুকেশ রঞ্জন হালদার, শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক শেখ রাকিবুল ইসলাম, কোষাধ্যক্ষ সুমন কুমার, বাংলা বিভাগের প্রভাষক মাসুম বিল্লাহ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক সরোয়ার আলম সিকদার উপস্থিত ছিলেন।