টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় ১৬১ করোনা পজিটিভ শনাক্ত
মো.আবু জুবায়ের উজ্জল (টাঙ্গাইল ) :
টাঙ্গাইলে করোনায় আক্রান্তের সংখ্যা দিন দিন উদ্বেগজনক ভাবে বেড়ে চলেছে। আক্রান্তের এই সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে।
রবিবার (২৭ আগস্ট) টাঙ্গাইল থেকে ৫৫১টি নমূনা পরীক্ষা করে ১৬১টি করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এছাড়া তবে এই সময়ে টাঙ্গাইলে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।
এপর্যন্ত টাঙ্গাইলে ৭১৯৪ জন করোনা আক্রান্ত হয়েছে। এদের মধ্যে সদরে ৩১৪০, নাগরপুরে ১৫৫, দেলদুয়ারে ৩১৮, সখিপুরে ৩৩১, মির্জাপুর ৭৮৫, বাসাইলে ১৯১, কালিহাতীতে ৭৪০, ঘাটাইলে ৪২৬, মধুপুরে ৩৫২, ভ‚ঞাপুরে ৩০৩, গোপালপুরে ২২৮ এবং ধনবাড়ীতে ২২৫ জন আক্রান্ত হয়েছে।
২৭ জুন (সোমবার) টাঙ্গাইলে করোনা আক্রান্ত হয়ে কেউ মৃত্যু বরণ করে নাই।তাছাড়া এপর্যন্ত টাঙ্গাইলে ১০৮ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃতদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ৪২, নাগরপুরে ২, দেলদুয়ারে ৯, সখিপুরে ৪, মির্জাপুরে ১০, বাসাইলে ৫, কালিহাতীতে ১২, ঘাটাইলে ১২, মধুপুরে ৩, ভ‚ঞাপুরে ৩, গোপালপুরে ৩ এবং ধনবাড়িতে ৩ জন।
অন্যদিকে টাঙ্গাইলে করোনা শনাক্ত রোগীর মধ্যে ৪৫৬৯ জন সুস্থ হয়েছেন। এদরে মধ্যে সদরে ১৬৫৭, নাগরপুরে ১৩৫, দেলদুয়ারে ১৬০, সখিপুরে ২৭২, মির্জাপুর ৭০৯, বাসাইলে ১১৭, কালিহাতীতে ৩৫৯, ঘাটাইলে ৩৪০, মধুপুরে ২৭৬, ভ‚ঞাপুরে ২২৮, গোপালপুরে ১৪০ এবং ধনবাড়ীতে ১৭৬ জন সুস্থ হয়েছেন।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এসময় তিনি সকলকে সরকার নির্দেশিত লকডাউন ও স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।