জামালপুরে করোনায় একজনের মৃত্যু , শনাক্ত ৪৬ জন
শামীম আলম (জামালপুর) : জামালপুরে প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণে শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনা ভাইরাস ২৫.৪২ শতাংশ শনাক্ত বৃদ্ধি পেয়ে২৬.৪২ হয়। যা গতকালের তুলনায় আজ ০.৮২ শতাংশ বেশি হয়েছে। এছাড়াও পৌর এলাকায় একজনের মৃত্যু হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ ল্যাবে ও রেপিড এন্টিজেনে ১৭৫টি নমুনা এক চিকিৎসক সহ ৪৬জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এছাড়াও মদন বাবু (৬০) বছর বয়সী এক ব্যক্তি করোনা আক্রান্ত হয়ে জেনারেল হাসাপাতালে মারা যান।
এদিকে জ্বর সর্দি,পেটের সমস্যা, করোনা উপসর্গ নিয়ে সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি হচ্ছে বেশির ভাগ মানুষ।
জলায় মোট আক্রান্তের সংখ্যা ২৭১৭জন, মোট সুস্থ ২৩১২জন, মোট মৃত্যু ৪৭জন। রেফার্ড ৪১জন। এদিকে সকাল থেকে জামালপুর শহরের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন সড়কের গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়েছে। রিকশা ও পণ্যবাহী যানবাহন ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করেছে।