ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে তিনদিনব্যাপী দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন স্টাডিজ অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগ ও বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সহযোগিতায় ইনফরমেশন ও নলেজ ম্যানেজমেন্টের ওপর তিনদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা উপাচার্য ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ জিয়াউল হক মামুন এবং ইনফরমেশন স্টাডিজ অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারপারসন ও সহযোগী অধ্যাপক ড. দিলারা বেগম প্রমুখ।