বিস্ফোরণের কারণ নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য
রাজধানীর মগবাজারে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওয়ারলেস গেট এলাকায় এ ঘটনা ঘটে। বিস্ফোরণের কারণ নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া যাচ্ছে। তবে বিস্ফোরণটি কীভাবে ঘটলো সে বিষয়ে সঠিক তথ্য জানা যায়নি।
কেউ বলছেন, কোনো ট্রান্সফর্মার বিস্ফোরিত হয়েছে। আবার কেউ বলছেন, কোনো ভবনের মধ্যে জেনারেটর কিংবা এসি থেকে বিস্ফোরণ ঘটেছে। কেউ আবার বলছেন গাড়ির সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, আমরা একটি এসি বিস্ফোরণ হওয়ার সংবাদ পেয়েছি।
রমনা থানার ডিউটি অফিসার এসআই আবুল খায়ের জানান, সেখানে ট্রান্সমিটার বিস্ফোরণ হয়েছে বলে শুনেছি। এখনো নিশ্চিত হতে পারছি না। স্থানীয়রা জানান, কোনো ট্রান্সফর্মার বিস্ফোরিত হয়েছে।