ফুলবাড়িয়ার বালিয়ানে ৬মাস যাবত ভিজিডি’র চাউল উত্তোলন করছে এক মেম্বার
মো: আব্দুস ছাত্তার (ফুলবাড়িয়া) :
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ৪নং বালিয়ান ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মঞ্জুরুল হক এর বিরুদ্ধে ভিজিডি চক্রের ৮জন ভাতাভোগির কার্ড না দিয়ে নিজেই ৬মাস যাবত চাউল উত্তোলন করছে বলে অভিযোগ উঠেছে। গতকাল রবিবার ভাতাভোগিদের পক্ষে মোছা: হাসিয়ারা বেগম উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, অত্র বালিয়ান ইউনিয়নের ২নং ওয়ার্ডে ভিজিডি চক্রে ২০২১-২২ এর জন্য ৩০জন হত দরিদ্র মহিলার নাম নির্বাচিত করা হয়। এর মধ্যে নাসরিন সুলতানা, আম্বিয়া খাতুন, আছমা খাতুন সহ ৮জন মহিলার কার্ড তাদের কাছে না দিয়ে মেম্বার নিজেই ৬মাস যাবত চাউল উত্তোলন করছে। উপকারভোগিদের নামে বরাদ্দকৃত চাউল পাওয়ার নিশ্চয়তা ও অনিয়মকারী মেম্বারের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
এ ব্যাপারে ইউপি সদস্য (মেম্বার) মঞ্জুরুল হক বলেন, আসন্ন নির্বাচনে আমার সুনাম ক্ষুন্ন করার জন্য মিথ্যা অভিযোগ করা হয়েছে।