জামালপুরে করোনায় একজনের মৃত্যু, আক্রান্ত ৩০
শামীম আলম (জামালপুর):
জামালপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে প্রাণঘাতী করোনা ভাইরাস দুই চিকিৎসক সহ ৩০জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এছাড়াও পৌর এলাকায় একজনের মৃত্যু। এক দিনে নমুনা পরীক্ষা শনাক্তের হার ২৫.৪২ভাগ জামালপুর শেখ হাসিনা ল্যাবে ও রেপিড এন্টিজেনে ১১৮টি নমুনা পরীক্ষায় শেখ হাসিনা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সহ ৩০জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। ওই ব্যক্তিদের শরীরে করোনা ভাইরাসের উপসর্গ থাকায় নমুনা পরীক্ষায় শনাক্ত হয়। এছাড়াও শহরের মুকুন্দ বাড়ী এলাকার বজেন্দ্র সাহা (৭৫) বছর বয়সী এক ব্যক্তি করোনা আক্রান্ত হয়ে মারা যান। জামালপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক, ডা, মোঃ মাহফুজুল রহমান সোহান জানান, সদরে ২০,সরিষাবাড়ি ৩, বকশিগঞ্জে ২,মেলান্দহে ১,মাদারগঞ্জে ১,দেওয়ানগঞ্জে১ ইসলামপুরে১জন এবং টাংগাইল জেলার ধনবাড়ী উপজেলায় ১জন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৬৭১জন, মোট সুস্থ ২৩০৬জন, মোট মৃত্যু ৪৬জন। রেফার্ড ৪১জন।