রাজবাড়ীতে সাধারণ আইনজীবী পরিষদের আত্নপ্রকাশ
খন্দকার রবিউল ইসলাম (রাজবাড়ী):
"আইনজীবীদের মর্যাদা, পেশাগত উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় অঙ্গীকারাবদ্ধ" এই স্লোগানে রাজবাড়ীতে আত্নপ্রকাশ করেছে একটি অরাজনৈতিক পেশাজীবী সংগঠন “সাধারণ আইনজীবী পরিষদ।
২৭ জুন রবিবার জেলা বার মিলনায়তনে জেলা বার এসােসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট স্বপন সোম সাধারণ আইনজীবী পরিষদের পরিচিত তুলে ধরেন।
উক্ত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা এড. মওর আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বার এসোসিয়েশন এর সাবেক সভাপতি এডঃ মঞ্জুর মোরসেদ, সাবেক সাধারণ সম্পাদক এড. কে এ বারী, এড.এটিম মোস্তফা মিঠু, মাহাবুব রহমান, এড. এম এ গফুর, এড. বিপ্লব কুমার রায়, এড. বিজন কুমার বোস প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থাপনা করেন যুগ্ন সাধারন সম্পাদক এ্যাডভোকেট খান মোঃ জহুরুল হক।