ঝালকাঠিতে করোনা ভাইরাসে ১জনে মৃত্যু ও ৩৩ জন আক্রান্ত
মোঃ রাজু খান (ঝালকাঠি):
ঝালকাঠিতে গত ২৪ ঘন্টায় রবিবার করোনা ভাইরাসে ১ জনে মৃত্যু হয়েছে ও ৩৩জন আক্রান্ত হয়েছে। ঝালকাঠি শহরের বিআইপি এলাকার নুরুল ইসলাম(৭০) অবসর প্রাপ্ত সরকারি কর্মকর্তা ছিলেন। হঠাৎ করে সংক্রমনে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। ঝালকাঠি জেলায় এপর্যন্ত স্বাস্থ্য বিভাগ ৬৫৪২ জনের নমুন পরীক্ষা করেছে। এদের মধ্যে ১৫৮৭ জন আক্রান্ত হয়েছে এবং ৪৯৪৮ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে। ৩৫ জনের মৃত ও ১৩২৫ জন সুস্থ হয়েছে। বর্তমানে ২২২ জন হোম ও ৪ জন হাসপাতাল আইসোলিয়েশনে রয়েছে। ঝালকাঠিরে সিভিল সার্জন ড. রতন কুমার ঢালী এই তথ্য জানিয়েছে।