South east bank ad

মাধবপুরে ব্যবসায়িকে পেটে ছুরিকাঘাত

 প্রকাশ: ২৭ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শেখ জাহান রনি (মাধবপুর):

হবিগঞ্জের মাধবপুরে পাওয়া টাকা চাইতে গিয়ে সজিব খন্দকার নামে এক ব্যবসায়িকে পেটে ছুরিকাঘাত করা হয়েছে।রোববার দুপুরে তুলসি পুর বাজারে এ ঘটনা ঘটে।আহত ব্যবসায়িকে উদ্বার করে মাধবপুরে হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত সজিব খন্দকার তুলসিপুর গ্রামের আঃরশিদের ছেলে।আহত সজিব খন্দকার জানান,তিনি তুলসিপুর গ্রামের মোশারফের নিকট ব্যবসার ৩১শ টাকা পেতেন।রোববার দুপুরে টাকা চাইতে গিয়ে তর্কবিতর্কের এক পর্যাযে মোশারফ ও তার সহযোগিরা সজিবকে পেটে ছুরিকাঘাত করে।এতে সজিব গুরুতর আহত হন।মাধবপুর হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার সনজিব পাল জানান,আঘাত গুরুতর তবে এখন আশংকামুক্ত।মাধবপুর থানার ওসি জানান,ঘটনার সংবাদ শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: