আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক পদোন্নতিপ্রাপ্ত সহকর্মীদের সংবর্ধনা দিলেন
আজ ২৭ জুন আরএমপি সদরদপ্তর কনফারেন্স রুমে পুলিশ পরিদর্শক নিরস্ত্র মোঃ আব্দুল মোনায়েম এবং পুলিশ পরিদর্শক মোঃ রুহুল আলম এর সহকারি পুলিশ সুপার পদে পদোন্নতি এবং পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকায় বদলি উপলক্ষে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। আরএমপি’র পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক বিদায়ী সহকর্মীদের শুভেচ্ছা স্মারক ও উপহার প্রদান করেন। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মোঃ সুজায়েত ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ রশীদুল হাসান পিপিএম সহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ।