ময়মনসিংহে বিষ খেয়ে নারীর মৃত্যু
এইচ এম জোবায়ের হোসাইন:
ময়মনসিংহের ফুলপুরে ইঁদুরের বিষের ট্যাবলেট খেয়ে ২৬ জুন রোজ শনিবার দুপুরে এক নারীর মৃত্যু হয়েছে বলে এলাকায় তোলপাড় ।
ঘটনা স্থল থেকে জানা যায়, উপজেলার ৬ নং পয়ারী ইউনিয়নের ঘড় পয়ারী গ্রামের হোসেন আলীর পুত্র আব্দুল জলিলের স্ত্রী মরিয়ম খাতুন (৪২) দীর্ঘদিন যাবৎ গ্যাস্ট্রিকের ব্যথায় কষ্ট পাইতে ছিলেন।
তার স্বামী আব্দুল জলিল বলেন, পেটের ব্যথার জন্য ড্রয়ারে থাকা গ্যাস্ট্রিকের ট্যাবলেট রেখে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে ফেলে সে এবং ছটফট করিতে ছিল। ঘটনাটি ঘটে আনুমানিক সকাল সাড়ে ১০টায় । তাকে তাৎক্ষণিক ফুলপুর হাসপাতালে নিয়েগিয়ে ভর্তি করি। ফুলপুর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তার অবস্থা আশঙ্কাজনক দেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে কাকনি নামক স্থানে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে আব্দুল্লাহ আল মামুন মহোদয় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে এবং বিষয়টি তদন্ত করার জন্য এস.আই. জাহিদ হাসানকে নির্দেশ প্রদান করি।
এস.আই জাহিদ হাসান বলেন, মৃতদেহের সুরতহাল করে মৃত্যুর সঠিক কারণ জানার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে লাশ ময়না তদন্তের জন্য প্রেরণ করেন।