মুন্সিগঞ্জে কিস্তি দিতে গিয়ে প্রাণ গেলো বৃদ্ধার
কায়সার সামির (মুন্সিগঞ্জ):
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় কিস্তি দিতে গিয়ে মাহিন্দ্র (ট্রলির) দাক্কায় মো. নূর মোহাম্মদ মাল (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। রোববার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার কাঠাদিয়া শিমুলিয়া ঈদগাঁ এর সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত মো. নূর মোহাম্মদ মাল কাঠাদিয়া গ্রামের মাল বাড়ির নিহত ফালানি মালের ছেলে।
নিহতের মেয়ে শিউলি বেগম জানান, সকাল দিকে দিঘিরপাড়ে কিস্তির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। কাঠা দিয়া শিমুলিয়া ঈদগাঁ এর সামনে রাস্তা পার হতে গিয়ে দিঘিরপাড় থেকে আসা মাহিন্দ্র (ট্রলি) দাক্কা দিলে বাবা মাটিতে লুটিয়ে পড়ে। এসময় তাকে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শৈবাল বসাক তাকে মৃত ঘোষণা করেন
সদর থানার এস আই মো. ইব্রাহিম বলেন, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য গাড়ির মালিক ও হেলপার কে আটক করা হয়েছে। তবে এই ঘটনায় ঘাতক চালক পলাতক রয়েছে।