রাজধানীর এলিফ্যান্ট রোডে ‘বেস্ট বাই’ -এর নতুন শোরুম চালু
রাজধানীর এলিফ্যান্ট রোডে একটি নতুন শোরুম চালু করেছে গৃহস্থালি সামগ্রী ও ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্সের বিক্রয়কেন্দ্র ‘বেস্ট বাই’ ।
আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল সম্প্রতি শোরুমটি উদ্বোধন করেন বলে গতকাল শনিবার ২৬ জুন ২০২১ইং তারিখ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নতুন এই বেস্ট বাই শোরুমে প্লাস্টিক, ইটালিয়ানো মেলামাইন, গুডলাক স্টেশনারি, দুরন্ত বাইসাইকেল, ভিশন ইলেকট্রনিক্সসহ বিভিন্ন পণ্য সামগ্রী পাওয়া যাচ্ছে ।
আরএন পাল বলেন, “বেস্ট বাই -এর শোরুমে এখন তিন হাজারের অধিক পণ্য পাওয়া যাচ্ছে। আরএফএল সবসময় ক্রেতাদের চাহিদার প্রতি নজর রেখে নিত্যনতুন ও সেরা মানের পণ্য উৎপাদন করে থাকে।”
বেস্ট বাই -এর হেড অব মার্কেটিং মো. দেওয়ান মেহেদী হাসান, প্রাণ-আরএফএল পাবলিক স্কুলের উপদেষ্টা সুপ্রিতা পাল, বেস্ট বাই -এর ঊধ্বর্তন কর্মকর্তারা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এসময় উপস্থিত ছিলেন।
বর্তমানে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ‘বেস্ট বাই’ -এর ২৩৮টি শোরুম চালু রয়েছে।