অগ্নিকান্ডে পুড়ল কৃষকের ঘর ও ধান
এইচ এম জোবায়ের হোসাইন:
ময়মনসিংহের নান্দাইলে আগুন লেগে কৃষকের গোলা ভর্তি বিভিন্ন জাতের ধানসহ শস্য পুড়ে গেছে। এতে কৃষকের পাঁচ লাখ টাকার ক্ষয় হয়েছে। শনিবার ভোরে উপজেলার সিংরইল উত্তরপাড়া গ্রামে আগুন লাগার ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক আ. জব্বার ওই এলাকার সৈয়দ আলীর ছেলে।
কৃষকের ভাই নাজিমুদ্দিন মাস্টার বলেন, যে ঘরটিতে আগুন লেগেছে সেটা বিভিন্ন শস্য রাখার গোলাঘর সব সময় তালাবদ্ধ থাকে। ঘরটিতে প্রায় ৩০০ মণ ধানসহ, চাল, মরিচ, বাদাম ছিল। এর মধ্যে ১০০ মণ ধানসহ অন্যান্য জিনিসপত্র পুড়ে গেছে।
তিনি অভিযোগ করে বলেন, এই এলাকাটিতে বিভিন্ন এলাকা থেকে জুয়ারিরা নিয়মিত খেলতে আসেন। মাদকসেবীরাও নিয়মিত আড্ডা দেন। এরাই হয়তো চুরি করতে না পেরে আগুন লাগিয়ে চলে গেছে।
স্থানীয় ইউপি সদস্য মো. সাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখানে আগুন লাগার কোনো উৎস নেই এটা দুষ্কৃতকারীদের ঘটানো কাজ।
নান্দাইল ফায়ার সার্ভিসের টিম লিডার আ. মালেক জানান, এলাকাটি একটি দুর্গম এলাকা। আমরা ঘটনাস্থলে পৌঁছতে সময় লেগেছে। আমরা যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।