মাদারীপুরের শিবচরে নিয়ন্ত্রণ হারিয়ে লেগুনা খাদে, নিহত এক, আহত ৫
এসএম আরাফাত হাসান (মাদারীপুর) :
মাদারীপুরের শিবচরে লকডাউন উপেক্ষা করে আঞ্চলিক সড়কে নিয়ন্ত্রণ হায়িরে যাত্রীবাহী একটি লেগুনা খাদে পড়ে মোস্তফা শেখ (৬৫) নামের এক যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় মোস্তফা শেখের স্ত্রীসহ আহত হয়েছে আরো ৫জন। শনিবার দুপুরে শিবচর উপজেলার ভান্ডারীকান্দি ইউনিয়নের এএম উচ্চ বিদ্যালয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাফা বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাহেরচর এলাকার মৃত আব্দুর রব শেখের ছেলে।
পুলিশ জানায়, লকডাউনের ফলে মহাসড়কে পরিবহণ চলাচল বন্ধ রয়েছে। ফলে আঞ্চলিক সড়ক দিয়ে বরিশালের বাবুগঞ্জ থেকে লেগুনা করে কর্মস্থল ঢাকায় যাবার জন্য স্ত্রী ও ছোট মেয়েকে নিয়ে রওনা দেন মোস্তফা। পথিমধ্যে মাদারীপুরের শিবচরের ভান্ডারিকান্দি এএম উচ্চ বিদ্যালয়ের কাছে আসলে নিয়ন্ত্রন হারায় লেগুনাটি। এতে গুরুতর আহত হয় ৬ জন। তাদেরকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মোস্তফাকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আনিসুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। নিহতের পরিবারের সাথে যোগাযোগের পর মরদেহ হস্তান্তর করা হয়।